‡gwkb Uzjm
শিল্প কারখানা বা ওয়ার্কশপের মধ্যে মেশিনশপেই সর্বাধিক সংখ্যক মেশিন উৎপাদন কার্যে নিয়োজিত থাকে এসব মেশিন টুলসগুলোর পরিচয় দিতে হলে কোন মেশিনটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত এবং এর মাপ উল্লেখ করা ছাড়াও সময় সময় এদের গঠন বৈশিষ্ট্য উল্লেখ করতে হয়। উদাহরণস্বরূপ, একটি লেদ টুলস এর পরিচিতির কথা ধরা যাক। এক্ষেত্রে লেদের হেডস্টকটি স্টেপ কোন পুলি টাইপ না সম্পূর্ণ গিয়ার টাইপ,লেদটি হলো স্পিন্ডল(Hollow spindle) না সলিড স্পিন্ডল(Solid spindle) বিশিষ্ট এবং উক্ত লেদটিতে একাধিক ব্যাক গিয়ার, গ্যাপ বেড, কুইক চেঞ্জ, গিয়ার বক্স ও অন্যান্য কি কি বিশেষ ব্যবস্থা আছে তা উল্লেখ করাই হল লেদ টুলস পরিচিতি(Specification of lathe tools)। এরূপ ডাবল ব্যাক গিয়ার, হেডস্টক, স্টেপ কোন পুলি টাইপ ও হলো স্পিন্ডেল বিশিষ্ট লেদ ইত্যাদি টুলস পরিচিতি হিসেবে গণ্য হয়। অনুরূপভাবে মেশিনশপ এ উৎপাদন কার্যে নিয়োজিত বিভিন্ন টুলস এর এরূপ বিনির্দেশকে মেশিন টুলস পরিচিতি বলা হয়।
মেশিন টুলস এর সংজ্ঞাঃ
মেশিন টুলের যথার্থ সংজ্ঞা আজও নির্ধারিত হয়নি। কেননা সর্বশ্রেণীর মেশিন টুলকে তাদের কাজ অনুসারে একই সংজ্ঞায় আনা যায় না। মেশিন টুল একটি যান্ত্রিক উপকরণ(Device), যার দ্বারা বল(Force) প্রয়োগের মাধ্যমে বিকৃত বস্তুকে(Deformed materials) শেপিং(Shaping), সাইজিং(Sizing) অথবা বিশেষ প্রক্রিয়ায় অনাবশ্যক বস্তু বা ধাতু চুর্ণাকারে(Chips) অপসারণ করে উৎপাদন সুসম্পন্ন করা যায়। সর্বপ্রকার মেশিন টুলের ক্ষেত্রে এ সংজ্ঞা প্রযোজ্য নয়। যেমন- ধাতু পাতে কাজ করণীয় যন্ত্র(Sheet metal working machine),মেটাল ফর্মিং(Metal forming) এবং ফোর্জিং(Forging) মেশিন। শক্তি চালিত যে যন্ত্রের সাহায্যে কাঁচামাল থেকে অপ্রয়োজনীয় অংশসমূহ অপসারণের মাধ্যমে পূর্ব-নির্ধারিত আকার(Size), আকৃতির(Shape) দ্রব্য নির্মাণ করা যায়, সে সঙ্গে এমন কৌশল অর্থাৎ ব্যবস্থা থাকে যাতে কাজ এবং বাটালি মজবুতরূপে মেশিনের সঙ্গে আটকে রেখে উভয়কে দিকনির্দেশনা ও চালনা করতে পারা যায়। “মেশিন টুলস” কথাটি দিয়ে সাধারণত মেশিনশপে ব্যবহৃত বিভিন্ন শ্রেণীর শক্তিচালিত ধাতু অপসারণ করণীয় মেশিন সমূহকে বুঝিয়ে থাকে। যেমন- লেদ, শেপার, প্লেনার, ড্রিল, মিলিং, গ্রাইন্ডিং, হবিং ইত্যাদি মেশিন। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল মেশিন টুল একমাত্র শিল্পক্ষেত্রে মৌলিক শ্রেণীর যন্ত্র, যা তৈরি করতে মেশিনটুলকে ব্যবহার করতে হয় এবং এজন্য মেশিন টুলকে “মাস্টার টুলস অফ ইন্ডাস্ট্রিজ” বলা হয়ে থাকে।
আমেরিকান ন্যাশনাল মেশিন টুলস বিল্ডার্স অ্যাসোসিয়েশনের মতে, যে সকল শক্তি চালিত যন্ত্র(Machine) দ্বারা ধাতু বা বস্তু কেটে তাপ ও চাপের সাহায্যে আকার পরিবর্তন করে কিংবা ধীরে ধীরে ক্ষয়সাধন করে বস্তুকে নতুন রূপ বা আকার প্রদান করে, তাকে অর্থাৎ ঐ যন্ত্রকে মেশিন টুলস বলা হয়।
যান্ত্রিক কর্মশালায় বহুল ব্যবহৃত কয়েকটি মেশিন টুলসের প্রধান প্রধান অংশ সমূহের নামের তালিকা নিম্নে প্রদান করা হল।
*লেদ মেশিন
ক.বেড(Bed)
খ.হেডস্টক(Head stock)
৩. টেইলস্টক(Tailstock)
৪. ক্যারেজ(Carrage)
৫.ফিড মেকানিজম(Feed machanism)
৬.কুইক চেঞ্জ গিয়ারবক্স(Quick change gear box)বা থ্রেড কাটিং মেকানিজম(Thread cutting mechanism)
*ড্রিলিং মেশিন
১. বেস(Base)
২. কলাম( Column)
৩. টেবিল(Table)
৪.ড্রিল হেড
৬. গিয়ার বক্স(Gear box)
৭. ইলেকট্রিক মোটর(Electric motor)
*শেপার মেশিন
১.বেস(Base)
২.র্যাম(Ram)
৩. কলাম(Column)
৪.টেবিল(Table)
৫. সেপার হেড(shaper head)
৬. ক্রস রেইল(Cross rail)
৭.স্যাডেল(Saddle)
৮.পাওয়ার ট্রানস্মিশন(Power transmission)
*গ্রাইন্ডিং মেশিন
১.বেস(Base)
2.টেবিল(Table)
৩.হেডস্টক(Headstock)
৪.স্পিন্ডল(Spindle)
৫.ফুট স্টক(Footstock)
৬.ইউনিভার্সাল স্লাইড ইউনিট(Universal slide unit)
৭. হুইল হেড(Wheel head)
মেশিন টুলস এর সাধারন সুবিধাসমূহ
১. একই প্রকারের(Same category) বিভিন্ন প্রতিষ্ঠানের নির্মিত মেশিন টুলসে একজন চালক সহজেই কাজ করতে পারে।
২. একজন কর্মী বা চালক সহজেই বিভিন্ন ধরনের(Different types) মেশিন টুলসে কাজ করতে পারে।
৩. কর্মী বা চালকের নিরাপত্তা অধিকতর কারণ যন্ত্রের কর্ম বা পিছলার(Slide) সঞ্চালন পূর্বেই নিয়ন্ত্রক চালনার(Operation control) ফলে ঘটে থাকে। ভারশঙ্কু নিয়ন্ত্রক(Lever control), পুশ-বাটন নিয়ন্ত্রক(Push-button control) এবং হুইল নিয়ন্ত্রক(The wheel control) সর্বপ্রকার মেশিন টুলস নিয়ন্ত্র রূপে ব্যবহৃত হয়ে থাকে।
৪. উপরিউক্ত নিয়ন্ত্রণের জন্য মেশিন টুলসের নিরাপত্তাও অধিকতর হয়ে থাকে।
৫. উৎপাদনের ক্ষেত্রে অধিকতর অর্থনৈতিক সুবিধা বিদ্যমান।
৬.প্রাথমিক জ্ঞানসম্পন্ন কর্মী বা অল্প দক্ষ কর্মীদের সামান্য প্রশিক্ষণ ধারা অধিক দক্ষ কর্মী তে পরিণত করা যায়।
৭. মেশিন টুলসের সাহায্যে অল্প সময়ে অধিক উৎপাদন বা অধিক পরিমাণে কাজ সম্পাদন করা যায়
৮. জটিল ও অতি সূক্ষ্ম মাপের কাজ সুসম্পন্ন করা যায়।
৯.একই কাজের বিভিন্ন অংশ ভিন্ন ভিন্ন মেশিনে পৃথক পৃথক কর্মীর ধারা সুচারুরূপে সম্পন্ন করা সম্ভব।
১০. অত্যাধুনিক দক্ষ ও ক্ষমতাসম্পন্ন মেশিনের সাহায্যে অত্যাধুনিক সূক্ষ্ম বস্তু বা যন্ত্রাংশ তৈরি করা সম্ভব।
১১. তুলনামূলকভাবে পরিবেশ দূষণ ও শব্দ দূষণ মুক্ত বলা চলে।
১২. মানুষের শারীরিক ও মানসিক দক্ষতা ও শক্তি ধারা যে সমস্ত সূক্ষ্ম কাজ কিছুতেই করা সম্ভব নয় তা অতি সহজে মেশিন টুলস দ্বারা নিখুঁত ও সুচারুরূপে অতি দ্রুত সম্পন্ন করা যায়।
Comments
Post a Comment