Join with me at facebook-https://www.facebook.com/mechengineersbd/
‡gwkb Uzjm শিল্প কারখানা বা ওয়ার্কশপের মধ্যে মেশিনশপেই সর্বাধিক সংখ্যক মেশিন উৎপাদন কার্যে নিয়োজিত থাকে এসব মেশিন টুলসগুলোর পরিচয় দিতে হলে কোন মেশিনটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত এবং এর মাপ উল্লেখ করা ছাড়াও সময় সময় এদের গঠন বৈশিষ্ট্য উল্লেখ করতে হয়। উদাহরণস্বরূপ, একটি লেদ টুলস এর পরিচিতির কথা ধরা যাক। এক্ষেত্রে লেদের হেডস্টকটি স্টেপ কোন পুলি টাইপ না সম্পূর্ণ গিয়ার টাইপ,লেদটি হলো স্পিন্ডল(Hollow spindle) না সলিড স্পিন্ডল(Solid spindle) বিশিষ্ট এবং উক্ত লেদটিতে একাধিক ব্যাক গিয়ার, গ্যাপ বেড, কুইক চেঞ্জ, গিয়ার বক্স ও অন্যান্য কি কি বিশেষ ব্যবস্থা আছে তা উল্লেখ করাই হল লেদ টুলস পরিচিতি(Specification of lathe tools)। এরূপ ডাবল ব্যাক গিয়ার, হেডস্টক, স্টেপ কোন পুলি টাইপ ও হলো স্পিন্ডেল বিশিষ্ট লেদ ইত্যাদি টুলস পরিচিতি হিসেবে গণ্য হয়। অনুরূপভাবে মেশিনশপ এ উৎপাদন কার্যে নিয়োজিত বিভিন্ন টুলস এর এরূপ বিনির্দেশকে মেশিন টুলস পরিচিতি বলা হয়। মেশিন টুলস এর সংজ্ঞাঃ মেশিন টুলের যথার্থ সংজ্ঞা আজও নির্ধারিত হয়নি। কেননা সর্বশ্রেণীর মেশিন টুলকে তাদের কাজ অনুসারে একই সংজ্ঞায় আনা...
Comments
Post a Comment