নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিন
নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিন টুলস এটি কোন মেশিন টুলস নয়। এটা কাজের সুবিধা ও অল্প সময়ে অধিক উৎপাদন, স্বল্প খরচ ইত্যাদি বিবেচনা সাপেক্ষে সচরাচর প্রয়োজনীয় মেশিনকে(General purpose machine) নিউমেরিক্যাল কন্ট্রোল(Numerical control) এবং রিড আউট ইকুইপমেন্ট(Read-out equipment) দ্বারা সজ্জিত যান্ত্রিক ব্যবস্থাবিশেষ। এটা মেশিন টুলস চালনার ক্ষেত্রে সর্বাধুনিক ব্যবস্থা। এটা নমনীয় উৎপাদন ব্যবস্থা(Flexible manufacturing system) নামেও অভিহিত হয়ে থাকে।
এই ব্যবস্থার সাহায্যে যেকোনো প্রকার কাজ মেশিন টুলসে করা যায়। কাজের নির্দেশনার ধারা পদ্ধতির নিয়ন্ত্রিত নির্দেশনা পাঞ্চ টেপ(ছিদ্রযুক্ত ফিতা) বা কার্ডের উপর দ্বি-মূলক সংখ্যার(Binary) আকারে রেকর্ড করে সরবরাহ করা হয়, যা মেশিনের নিয়ন্ত্রকমন্ডলী(Controlling unit) বুঝতে পারে। এ ক্ষেত্রে উৎপাদন কাজে বা মেশিন চালানাতে সরাসরি হাতল-চাকা বা নব অথবা পুশবাটন ব্যবহারের প্রয়োজন না থাকায় কোন প্রকার মানবীয় ভুল হয়না। পূর্বে রেকর্ডকৃত নির্দেশক পাঞ্চটেপ বা পাঞ্চকার্ড মেশিনের নিয়ন্ত্রকমন্ডলীর সাহায্যে মেশিন চালিত হয়ে চাহিদা মোতাবেক বিভিন্ন প্রকার জটিল আকৃতির অধিক সূক্ষ্মতর যন্ত্রাংশ উৎপাদন করে থাকে। কাজ স্থাপনা কাল(Setup time), কাজ স্থানান্তর কাল(Handling time), বাটালি পরিবর্তন কাল(Tool replacement time) অপচয় না থাকায় উৎপাদন খরচ কমে যায়। প্রধানত এটা অত্যন্ত বহুমুখী মেশিন(Versatile machine)। মেশিনিং সেন্টার(Machining centres) এ ক্ষেত্রে প্রয়োগ করা হয় এবং ম্যাটারিয়াল হ্যান্ডেলিং করতে রোবট ব্যবহার করা হয়। অধুনা এ কাজে কম্পিউটার প্রোগ্রামিং ব্যবহার করা হয়। এ ব্যবস্থা দ্বারা একটি মেশিনকে এক থেকে এক হাজার ঘণ্টা, এমনকি প্রয়োজনে একটানা বৎসরাধিক কাল পর্যন্ত একই সূক্ষতায় নানা প্রকার জটিল যন্ত্রাংশ উৎপাদন করা সম্ভব।
Comments
Post a Comment